Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরী

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:৫৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার নাগড়া বাস স্টান্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্হানীয়দের সহযোগীতায় ঘন্টাব্যপী চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনে, ততক্ষণে মাহাবুব খাঁনের পার্সের দোকান,ইদ্রিস শেখের আইউব আলী শেখের ও রিয়াদ ফকিরের মুদি চা ও পেট্রলের দোকানসহ চারটি দোকানের সবকিছু পুরে ছাই হয়ে যায়।

স্হানীয় ব্যবসায়ী রাসেল খাঁন জানান আইউব আলী শেখ ফজরের আযানের সময় দোকানে চা বানাচ্ছিল এসময় তার গ্যাসের সিলিন্ডার বিস্ফোড়ন হয়ে আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পরলে দোকান থেকে পাশের দোকানগুলোতে লেগে যায়।পরে ফায়ার সার্ভিস ও স্হানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে এক ঘন্টা সময় লাগে।

ব্যবসায়ী মাহাবুব খাঁন বলেন আগুনে আমাদের চারটি দোকান ঘর পুরে ছাই হয়ে যাওয়ায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড


আরও
আরও পড়ুন