Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরী

এসি মিলানে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম


 সিরি ‘আ’য় রোমার বিপক্ষে ম্যাচের আগে বড় এক ধাক্কা খেল এসি মিলান। লিগে দারুণভাবে ছুটে চলা দলটিতে থাবা বসিয়েছে করোনাভাইরাস। গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা, উইঙ্গার ইয়েন্স পেত্তির হগ এবং তিন জন সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে। ইতালিয়ান ক্লাবটি গতপরশু এক বিবৃতিতে জানায়, আক্রান্তরা বাড়িতে আইসোলেশনে আছেন, কারও শরীরে কোনো উপসর্গ নেই এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দলের বাকিদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও জানানো হয় বিবৃতিতে।

ঘরের মাঠে বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে দুইটায় রোমার বিপক্ষে খেলবে প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মিলান। আগের সব ম্যাচেই খেলেছেন দোন্নারুম্মা। এর আগে মৌসুমের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দলটির তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ।

 

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা


আরও
আরও পড়ুন