Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরী
শিরোনাম

মধুখালী উপজেলা চেয়ারম্যানের করোনায় মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১০:৩২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু ।

বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত ২৫ অক্টোবর উপজেলা চেয়ারম্যান বাচ্চুর করোনা শনাক্ত হয়। ওই দিনই তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন। তার বাড়ী মধুখালীর গন্দর দিয়া গ্রামে।

মধুখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু জানান, বুধবার বাদ আসর মধুখালী ইদগা ময়দানে জানাজার নামাজ শেষে মধুখালী কবরস্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় বাচ্চুর লাশ দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর- ১ আসনের এমপি মনজুর হোসেন, সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু

২৮ নভেম্বর, ২০২০
২৬ নভেম্বর, ২০২০
২৬ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন