Inqilab Logo

ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭, ১৪ রবিউস সানি ১৪৪২ হিজরী

ডিএমপি কমিশনার ও তুরস্ক রাষ্ট্রদূত সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। গতকাল সকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন তিনি। সাক্ষাতকালে তারা আইনশৃঙ্খলা, প্রশিক্ষণ ও সন্ত্রাসবাদসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এসময় তুরস্কের রাষ্ট্রদূত ঢাকা মহানগর পুলিশের ব্যবহারের উদ্দেশ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ডিএমপি কমিশনারের কাছে হস্তান্তর করেন। সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ ও তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক-রাষ্ট্রদূত-সাক্ষাৎ
আরও পড়ুন