Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সব হত্যা মামলার আপিল শুনানির উদ্যোগ নেবো

সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

দ্রুত সময়ের মধ্যে আলোচিত সকল হত্যা মামলা দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রিফাত শরীফ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, শুধু রিফাত শরীফ নয়-মৃত্যুদন্ডপ্রাপ্ত সকল মামলাই দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে। উভয়পক্ষের ন্যায় বিচারের জন্য দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেয়া প্রয়োজন। এ লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় প্রস্তুতি নিচ্ছে।

এ এম আমিন উদ্দিন বলেন, বিভিন্ন হত্যা মামলা বিচারের জন্য রয়েছে। কোনটি পেপারবুক প্রস্তুত, আবার কোনটি পেপারবুক তৈরি হওয়ার পর শুনানির জন্য অপেক্ষমাণ। রিফাত শরীফ হত্যাসহ অন্যান্য সব মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স যেন অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুত শুনানি হয় সে বিষয়ে উদ্যোগ নেবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আপিল-শুনানির-উদ্যোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ