Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা:) র‌্যালি করলো তালামীযে ইসলামীয়া বাংলাদেশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ৬:৪৬ পিএম

ঈদে মিলাদুন্নবী ও ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (স:) নিয়ে কার্টুনচিত্র করে কুটুক্তির প্রতিবাদে সিলেটে বিশাল র‌্যালি ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামীয়া সিলেট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে প্রথমে এক প্রতিবাদ কর্মসূচির পালন করা হয়। পরে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় অসংখ্য মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন অংশগ্রহণকারীরা। র‌্যালিতে জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রদর্শন করা হয় বিভিন্ন ফ্যাস্টুন। একই সাথে ফ্রান্সের কুটুক্তির প্রতিবাদে বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেওয়া হয়। ফ্রান্স সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা ধর্মপ্রাণ মানুষ। র‌্যালিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। দীর্ঘ এ র‌্যালি কোর্ট পয়েন্ট থেকে শুরু হলে এর বিস্তৃতি ঘটে নগরীর প্রাণ কেন্দ্র জিন্দাবাজার পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ