Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্ব বাণিজ্য সংস্থার ডিজি আফ্রিকা থেকে নিয়োগে যুক্তরাষ্ট্রের আপত্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ৯:৩৫ পিএম

বিশ্ব বাণিজ্য সংস্থার ডিজি আফ্রিকা থেকে নিয়োগে মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি দেখা দিয়েছে।নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এনগোজি ওকনজো-আইওয়ালাকে এ পদের জন্য ১৬৪ সদস্য রাষ্ট্রের কাছে সুপারিশ করেছে ডব্লিউটিও নির্বাচন কমিটি। বুধবার এ সুপারিশ করা হয়। ফলে এনগোজি হতে যাচ্ছেন ডব্লিউটিওর ইতিহাসে একই সঙ্গে প্রথম আফ্রিকান এবং প্রথম নারী মহাপরিচালক। ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধান পেতে যাচ্ছে সংস্থাটি। -বিবিসি

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী বাণিজ্যমন্ত্রী ইও মায়ুং-হিকে ডব্লিউটিও’র নেতৃত্বে চায় যুক্তরাষ্ট্র। ফলে এনগোজির সংস্থাটির মহাপরিচালক হওয়ার পথে শঙ্কা দেখা দিয়েছে। আইওয়ালা বলেন, ডব্লিউটিওর প্রধানের জন্য মনোনীত হওয়ায় তিনি অত্যন্ত সম্মানিতবোধ করছেন। তবে যুক্তরাষ্ট্রের আপত্তিতে পরবর্তী ডব্লিউটিওর মহাপরিচালক নিয়োগে চার মাসের নির্বাচন প্রক্রিয়ায় বাধা তৈরি হলো। যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্তৃপক্ষ (ইউএসটিআর) জানায়, ডব্লিউটিওকে এমন এক ব্যক্তির নেতৃত্ব দেয়া উচিত যিনি সত্যিকার অর্থেই যোগ্য, অভিজ্ঞ এবং কার্যকরী নেতা হওয়ার প্রয়োজনীয় সব দক্ষতা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ