প্যারোলে মুক্তি নিয়ে শপথ নেবেন কুসিকের দুই কাউন্সিলর

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী দুই কাউন্সিলর প্যারোলে মুক্তি নিয়ে শপথ নেবেন। মঙ্গলবার (৫ জুলাই)
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীমিত আকারে জশনে জুলুস (র্যালি) আজ শুক্রবার। জুলুস সকাল ৮টায় আলমগীর খানকাহ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়া মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে মাহফিলের মাধ্যমে শেষ হবে। মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামাগণ বক্তব্য রাখবেন।
সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করা হবে। জশনে জুলুস ও মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। শুরুতে করোনা মহামারির কারণে কর্মসূচি বাদ দেয়া হলেও প্রশাসনের অনুমতি সাপেক্ষে সীমিত আকারে ঐতিহাসিক জুলুস অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আনজুমান ট্রাস্টের নেতারা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।