Inqilab Logo

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ২৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মা ছেলে নিহত

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ৪:৩৮ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মা ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে গোদাগাড়ী-নাচোল সড়কের জটাবটতলা স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা (৫৫) ও ছেলে মাসুদ (২৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা ও ছেলে মাসুদ মোটর সাইকেল যোগে গোদাগাড়ীর দিকে আসছিল। এসময় নাচোলগামী ট্রাক সরাসরি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছেলে মাসুদ মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে মা মাসুদা মারা যায়।

নিহত মাসুদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিল।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ