Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

লালমনিরহাটে ‘কোরআন অবমাননায়’ যুবককে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দিলো ‘জনতা’

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ৫:১৬ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছেন। রাত সাড়ে ৯টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের সাথে উত্তেজিত জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বুড়িমারী স্থলবন্দরের বাঁশকল এলাকায় এ ঘটনা ঘটে। পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে তাকে হত্যা করা হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

জানা গেছে, বৃহষ্পতিবার বিকেলে মোটরসাইকেলে এসে বুড়িমারী জামে মসজিদে ঢুকে পড়ে এক ব্যক্তি। এরপর মসজিদে থাকা কোরআন শরীফ অবমাননা করেন তিনি। এসময় কয়েকজন মুসল্লি এতে বাঁধা দেয়। মুহুর্তেই সেই খবর বাইরে ছড়িয়ে পড়লে সেখানে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন। উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে বাঁচাতে এসময় বুড়িমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। এরই এক পর্যায়ে ইউনিয়ন পরিষদে রাখা ব্যক্তিকে টেনে হিঁচড়ে বাইরে এনে পেটানো শুরু করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে সে মারা যায়। এরপর উত্তেজিত জনতা তার শরীরে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। এসময় মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার সুলতান জোবায়ের আব্বাস (৫১) ও পাটগ্রামের উফারমারা এলাকার শরীফ (২২) সহ অন্তত ৫জন আহত হয়েছে। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরতর আহত শরীফকে রংপুরে পাঠানো হয়। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এদিকে নিহত ব্যাক্তি কে? কি তার পরিচয় এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশ কোন সদুত্তর দিতে পারেনি। এরিপোট লিখা পর্যন্ত এলাকার বাড়ীগুলোতে পুলিশি গ্রেপ্তার এরাতে পুরুষ শুন্য গ্রামের নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ