Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আর ঘরে ফেরা হবে না

মোদি সরকারের প্রতি ক্ষুব্ধ কাশ্মীরি পন্ডিতদের মন্তব্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নয়া ভূমি সংস্কার আইন কার্যকর হওয়ার পর থেকে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করতে শুরু করেছেন কাশ্মীরি পন্ডিতরা। তারা বলছেন, ‘কফিনে শেষ পেরেক পোঁতা হলো, ঘরে ফেরা আরো কঠিন করে দিলো মোদি সরকার।’ ভূমি সংস্কার আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে জম্মু ও কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক দল পিডিপি থেকে শুরু করে ন্যাশনাল কনফারেন্স। ‘রিকনসিলেশন, রিটার্ন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর মাইগ্র‌্যান্টস’ সংগঠনের চেয়ারম্যান সতীশ মহলদার বলেন, গত ৩১ বছর ধরে অপেক্ষায় রয়েছি, কবে আমরা নিজেদের মাতৃভূমিতে ফিরে যাব! এদিকে সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই কাশ্মীরের জমি বিক্রির জন্য ছেড়ে দিচ্ছে। এখন আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে, এবার আমাদের মন্দির, ধর্মীয়-স্থল, সমস্ত কাশ্মীরি পন্ডিতদের প্রতিষ্ঠানের দখল নেবে জমি মাফিয়ারা। আমাদের দাবি, কাশ্মীরের নয়া জমি আইন নিষিদ্ধ করে আমাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকে।’ বলেন, ‘পাঁচ লাখ কাশ্মীরি পন্ডিত ঘরছাড়া। আর কত দিন আমাদের এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে? এভাবে চলতে থাকলে একদিন আমাদের গোটা সম্প্রদায়ের লুপ্ত হয়ে যাবে। ৪১৯টি কাশ্মীরি পন্ডিত পরিবার পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত দাবি জানিয়েছিল। উপত্যকার বিশেষ মর্যাদা খর্ব করার পর বছর ঘুরলেও আমাদের নিজভূমিতে ফিরিয়ে দেয়ার ক্ষেত্রে সরকারের কোনো হেলদোল নেই।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীরি-পন্ডিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ