Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

টায়ার সিস্টেমে ফিরবে ২ ডিসেম্বরের পর

আবারও এক মাসের লকডাউনে ইংল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

বৃহস্পতিবার থেকে আবারও এক মাসের জন্য জাতীয় লকডাউনে যাচ্ছে ইংল্যান্ড। শনিবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বৃহস্পতিবার, ৫ নভেম্বর থেকে লকডাউন কার্যকর হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, করোনা সংক্রমন রোধে লকডাউন ঘোষণা করা ছাড়া তার হাতে আর কোন বিকল্প ছিলো না। তিনি বলেন, মেডিকেল ও নৈতিক বিপর্যয় থেকে এনএইচএস কে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। তিনি মনে করেন এর ফলে আগামী ক্রিসমাসে পরিবারগুলো জড়ো হতে পারবেন। লকডাউন ঘোষণায় প্রধানমন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার, ৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জরুরী নয়, এমন পণ্যের দোকান, রেস্টুরেন্ট ও পাব বন্ধ রাখতে হবে। তবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চালু থাকবে।’ তিনি জানান, ২ ডিসেম্বরের পর আবারো টায়ার সিস্টেমে ফিরে আসবে ইংল্যান্ড। প্রধানমন্ত্রী আশা করেন, বড়দিন সবাই মিলে উদযাপন করতে পারবেন। লকডাউন ঘোষণার জন্য ‘সরি’ উচ্চারণ করে বরিস জনসন জানান, ফারলো স্কীম বর্ধিত করে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা বেতনের ৮০ পাসেন্ট পুরো নভেম্বর মাস পর্যন্ত পাবেন। লকডাউনের নতুন নিয়মে লোকজনকে কোন কারন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবে ঘরে থেকে যদি কাজ কিংবা লেখাপড়া সম্ভব না হয় তাহলে তিনি বাইরে যেতে পারবেন। শারীরিক অনুশীলনের জন্য ঘরের বাইরে বের হওয়া যাবে। এসময় ঘরের অথবা বাইরের একজনকে সাথে রাখা যাবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ