Inqilab Logo

শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ১২ অগ্রহায়ণ ১৪২৮, ২১ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

এবার আমির খানের বিরুদ্ধে মামলার দাবি বিজেপি বিধায়কের!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১:০০ পিএম

বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। একের পর ঠুনকো অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে। আমিরের ভক্তরা বলছেন তার জনপ্রিয়তায় ধস নামাতে শত্রু পক্ষরা হিংসুটে আচরণ করছেন। গত কিছু দিন আগে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল তিনি নাকি ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে দেখা করেছেন। কেন সাক্ষাত করলেন তিনি এটাও নাকি তার অপরাধ।

তবে এবার তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তিনি নাকি করোনার বিধি ভেঙেছেন। অভিযোগটি করেছেন বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুরজার। অভিযোগে তিনি বলছেন, আমির খান করোনার বিধি ভেঙেছেন। কয়েকদিন আগেই আমির তাঁর পরের ছবি ‌‘লাল সিং চাড্ডা’র শ্যুটিংয়ের কাজে গাজিয়াবাদের লোনিতে গিয়েছিলেন।

অভিযোগকারীর দাবি, সেখানেই ফ্যানেদের সঙ্গে বিনা মাস্কে দেখা করেন তিনি। কোনও রকম সামাজিক দূরত্বও মানেননি আমির। মহামারী আইনে আমিরের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি তুলেছেন ওই বিজেপি নেতা।

সূত্র: এই সময় 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমির খান


আরও
আরও পড়ুন