Inqilab Logo

শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ০৭ কার্তিক ১৪২৮, ১৫ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

তিন বছর পর বিজ্ঞাপনে জুঁই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

তিন বছর পর নতুন একটি বিজ্ঞাপনে মডেল হলেন অভিনেত্রী জুঁই। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রনি ভৌমিক। এর শূটিং হয়েছে মানিকগঞ্জে। দীর্ঘদিন পর জুঁই নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘সর্বশেষ আমি আর আমার স্বামী মোশাররফ করিম আদনান আল রাজীবের নির্দেশনায় একটি ডিটারজেণ্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলাম। সেই বিজ্ঞাপনটির জন্য বেশ সাড়া পেয়েছিলাম। দীর্ঘ তিন বছর পর আবার নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলাম। নগদ’র বিজ্ঞাপন এটি। বিজ্ঞাপনটি গল্প নির্ভর। আমি যতোগুলো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি প্রত্যেকটি বিজ্ঞাপনই মূলত গল্প নির্ভর। আশা করি, এই বিজ্ঞাপনটিও দর্শকের ভালো লাগবে।’ জুঁই জানান মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় তিনি প্রথম ওয়ারিদের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। পরবর্তীতে বিজ্ঞাপনটি প্রচার না হলেও প্রাণে’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথম কাজ করেন। এটি নির্মাণ করেছিলেন নাফিস রেজা। পরবর্তীতে আরো বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন তিনি। এদিকে মাছরাঙ্গা টিভিতে জুঁই অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ‘চাঁন বিরিয়ানি’ এবং বাংলাভিশনে রওনক হাসান পরিচালিত ‘বিবাহ হবে’ ধারাবাহিক দুটি নিয়মিত প্রচার হচ্ছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপনে-জুঁই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ