মাগুরার মহম্মদপুরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মাগুরার মহম্মদপুরে মুখে গামছা বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামুন মোল্যা (২০) নামে এক
পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাইসা আক্তার চালিতাবুনিয়া গ্রামের ইলিয়াস সিকদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশে পুকুর। ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাইসার মা পুকুরে লাশটি ভাসতে দেখে ডাক-চিৎকার দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মির্জাগঞ্জ থানার ওসি জানান, ঘটনা শুনেছি। পরিবারের কোন অভিযোগ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।