Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুরু হয়েছে মার্কিন নির্বাচন: উত্তাল সোশ্যাল মিডিয়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১১:৪৩ পিএম

নিউ হ্যাম্পশায়ারে ভোট গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় ৩ নভেম্বর (মঙ্গলবার) মধ্যরাতেই শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ এর ভোট গ্রহণ। এর আগে প্রায় ১০ কোটি মার্কিনি আগাম ভোট দিয়েছেন, যা বিশ্বের ২৩৫টি দেশ ও অঞ্চলের মধ্যে ২২১টির জনসংখ্যার চেয়ে বেশি। সারা বিশ্বের চোখ এখন মার্কিন এই নির্বাচনের দিকে।

নানা পরিসংখ্যান দিয়ে কেউ কেউ বলছেন আবারও জয় লাভ করে দ্বিতীয় মেয়াদের ক্ষমায় আসবেন ডোনাল্ড ট্রাম্প, আবার কেউ বলছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সর্বশেষ জরিপে দেখা গিয়েছে, ট্রাম্পের চেয়ে বাইডেন ১০ ভাগ এগিয়ে রয়েছেন। এদিকে মার্কিন নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে একঝাঁক শিল্পী-তারকা দেশত্যাগের ঘোষণা দিয়েছে। সবমিলিয়ে চলছে জমজমাট নির্বাচন। বিষয়টি নিয়ে উত্তাল ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া।

মার্কিন নির্বাচন সংক্রান্ত একটি নিউজ শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেন, ‘ট্রাম্পের পরাজয়ের ভবিষ্যৎবানী করলাম। আল্লাহ্ জানেন কি আছে কপালে!’

অলিক মাহমুদ নান্নু লিখেন, ‘আমেরিকার অর্থনীতির মূল চাবিকাঠিগুলোর গডফাদাররা হলেন ইহুদি জায়োনিস্টরা। তাদের ইশারাতেই বিশ্বের রাস্ট্র নায়কদের ক্ষমতার পালাবদল হয়। ভোটাভুটি আইওয়াস মাত্র।’

নয়ন ভুইয়া লিখেন, ‘ট্রাম্প এর কারণে বাংলাদেশে অনেক বিনিয়োগ এসেছে। সুতারং আমাদের কাছে ট্রাম্পই ভালো। আশা করি, সে-ই জিতবে।’

মানান হোসাইন লিখেন, ‘আমার কেন জানি মনে হয়, ট্রাম্প আবারো প্রেসিডেন্ট হবে। বাইডেন ভোট বেশি পেলেও প্রেসিডেন্ট হতে পারবেনা। দেখা যাক কি হয়।’

আরাফাত হোসাইন লিখেন, ‘শান্তি প্রিয় মানুষ ট্রাম্পকেই বেছে নিবে। কারণ তিনি মুখে যা-ই বলুক না কেন, তার আমলে কোন যুদ্ধ-বিগ্রহ হয় নি। বরং বিভিন্ন দেশ থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়েছে।’

মাসুম ইবনে মুসা লিখেন, ‘একজন জালিম শাসকের বিদায়ের অপেক্ষায়...’

হেলাল আহমেদ লিখেন, ‘এবারও ট্রাম্প প্রেসিডেন্ট হবে। আর পাগলাটাকে নিয়ে আরও ৪ বছর বিশ্ববাসীকে ভুগতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ