বৈশ্বিক সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে
নিজের বক্তব্য তুলে ধরতে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন। সিবিএস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী নেটওয়ার্ক।
‘’হ্যাঁ, প্রেসিডেন্ট রাতে ভাষণ দেবেন। তখনো যদি বিজয় ঘোষণা নাও হয়, তবু তার নিজের বক্তব্য তুলে ধরতে হবে,’’ বলছেন ওই কর্মকর্তা। হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে ডোনাল্ড ট্রাম্প এই ভাষণ দেবেন।
বেশ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন যে, ডেমোক্র্যাটরা ‘লাল মরীচিকা’নামে যে কথাবার্তা বলছে, তাতে ট্রাম্প শিবিরে একপ্রকার হতাশার তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা বলছে, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছে, সেটি ঠিক নয়। কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্র্যাটদের দিকেই যাবে। লাল হচ্ছে রিপাবলিকানদের প্রতীকী রঙ।
সূত্র: বিবিসি বাংলা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।