Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাপমুক্ত বোলিংয়ের দীক্ষা রাজুর

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে ক’দিন আগে এক সপ্তাহের জন্য এসেছিলেন পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদ। হাই পারফরমেন্স স্কোয়াড এবং জাতীয় দলের বোলারদের নিয়ে করেছেন কাজ আকিব। এবার হাই পারফরমেন্স স্কোয়াড এবং জাতীয় দলের স্পিনাররা ক’দিনের জন্য পেলো ভারতের সাবেক বাঁ-হাতি স্পিনার ভেঙ্কটপতি রাজুকে। এসিসি’র সাবেক ডেভেলপম্যান্ট অফিসার গতকাল থেকে শুরু করেছেন তার ক্লাস। হাতে পেয়েছেন ২৫ জন স্পিনারকে। ক্লাসের প্রথম দিনে বাংলাদেশ স্পিনারদের টেকনিক এবং স্কিলে সমস্যার কিছু দেখেননি রাজু। বাংলাদেশ স্পিনারদের অ্যাকশনে পরিবর্তন আনার কথাও ভাবছেন না তিনি। তবে চাপমুক্ত বোলিংয়ের দীক্ষাটা দিতে চান ভেঙ্কটপতি রাজুÑ‘বোলিং অ্যাকশন পরিবর্তন না করে বৈচিত্র্যটাই ধরে রাখতে হবে। আমি তাদের স্বাভাবিক অ্যাকশন পরিবর্তন করতে চাই না। তারা যেন শান্ত থেকে থাকে বেসিক ধরে রেখেই বল করে, সেদিকেই নজর দিতে বলব।’
দীর্ঘ পরিসরের ম্যাচে লম্বা লম্বা স্পেলে স্পিনারদের বল করতে হয়। সেখানেই মনোযোগ দেয়ার তাগিদ শিষ্যদের দিতে চান রাজুÑ‘পাঁচ দিনের ক্রিকেটে একজন বোলারকে দীর্ঘ স্পেলে নির্দিষ্ট লেন্থে বল করে যেতে হবে। পরিবেশ, পরিস্থিতি ও উইকেট অনুযায়ী বল করতে হবে। এখানে সর্বোচ্চ কী কী উন্নতি করতে পারি সেদিকে নজর দিতে হবে।’
বর্তমানে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটের দৌরাত্ম্যে স্পিন বোলিংয়ে কৌশলগত পরিবর্তন এসেছে। স্পিনাররা জোরের উপর বল করার প্রবণতাকে নিয়েছে বেছে। এখানে বৈচিত্র্য আনার তাগিদ দিতে চান রাজু। হাই পারফরমেন্স স্কোয়াড এবং জাতীয় দলের এই স্পেশালাইজড স্পিন ট্রেনিং ক্যাম্পে ভেঙ্কটপতি রাজু পেয়েছেন টেস্ট এবং ওয়ানডেতে বাংলাদেশের প্রথম উইকেট শিকারের সেঞ্চুরিয়ান মোহাম্মদ রফিককে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাপমুক্ত বোলিংয়ের দীক্ষা রাজুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ