রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে সেভেরোদোনেৎস্ক

চেচনিয়া কমান্ডার রমজান কাদিরভ গতকাল তার টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছেন যে, শিল্পাঞ্চল এবং সেভেরোদোনেৎস্ক বিমানবন্দর,
‘রাজনৈতিক ইসলাম’ ভাবধারার বিরুদ্ধে সংগ্রামের ডাক দিলেও অস্ট্রিয়ার চ্যান্সেলর একাধিক টেলিভিশন ভাষণে দেশে ঐক্যের ডাক দেন৷ তার মতে, শত্রু হিসেবে ‘ইসলামিস্ট টেররিজম’ শুধু মৃত্যু ও কষ্ট দিতে চায় না, সেইসঙ্গে সমাজেও বিভাজন ঘটাতে চায়৷ তার মতে, বিষয়টিকে মোটেই খ্রিস্টান ও মুসলিম অথবা অস্ট্রিয়ার মানুষ ও অভিবাসীদের মধ্যে সংঘাত হিসেবে দেখা উচিত নয়৷ সে বিষয়ে সচেতন থাকার ডাক দেন তিনি৷
এদিকে গোটা ইউরোপকে ‘রাজনৈতিক ইসলাম’ সম্পর্কে কড়া অবস্থান নেবার ডাক দিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস। তার মতে, এই মতাদর্শ ইউরোপীয় মূল্যবোধের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে৷
সেবাস্টিয়ান কুয়র্ৎস মনে করেন, ইউরোপীয় ইউনিয়নকে আরো কড়া মনোভাব নিয়ে ‘রাজনৈতিক ইসলাম’-এর মোকাবিলা করতে হবে৷ জার্মানির ‘ডি ভেল্ট' সংবাদপত্রকে তিনি বলেন, এ বিষয়ে সহিষ্ণুতা সম্পর্কে ভুল ধারণা শিগগির দূর হবে বলে তিনি আশা করেন৷
তার মতে, ‘রাজনৈতিক ইসলাম' স্বাধীনতা ও ইউরোপীয় জীবনধারার জন্য কতটা বিপজ্জনক, ইউরোপের সব দেশ তা বুঝছে৷ অস্ট্রিয়ার চ্যান্সেলর মনে করেন, ইউরোপীয় ইউনিয়নকে ঐক্যবদ্ধ হয়ে কড়া হাতে ‘রাজনৈতিক ইসলাম’-এর মোকাবিলা করতে হবে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং অন্য কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ রেখে তিনি বিষয়টি সমন্বয় করছেন, বলেন কুয়র্ৎস৷ অস্ট্রিয়া আসন্ন ইইউ শীর্ষ সম্মেলনগুলোতে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নিচ্ছে৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।