Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ২:৪২ পিএম

গফরগাঁও উপজেলার দক্ষিণে ট্রেনের ধাক্কায় প্রার্থনা (৪৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাইথল ইউনিয়নের ছোটবড়াই গ্রামের পিঠাগুড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রার্থনা উপজেলার পাইথল ইউনিয়নের ফুলবাছিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আলম। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গফরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৬ টার দিকে পিঠাগুড়ি ব্রিজ এলাকা পার হওয়ার সময় রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকা গৃহবধূ প্রার্থনাকে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলেই তিনি মার যান। ডায়াবেটিসে আক্রান্ত প্রার্থনা প্রতিদিনের ন্যায় ভোরবেলা হাঁটতে বের হয়েছিলেন। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল্লাহ হিরা জানান, ঘটনা শুনেছি তবে রেল কর্তৃপক্ষ এখনও আমাদের কিছু জানায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ