Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় মোবাইলকোর্টে দুই বালু ব্যবসায়ীর কারাদন্ড একজনের জরিমানা

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৬:৪৮ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই বালু ব্যবসায়ীর কারাদন্ড ও একজনের জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিন শুয়াগ্রামে অভিযান চালায় মোবাইলকোর্ট এসময় শুয়াগ্রামের নকুল বৈদ্যের ছেলে গ্রাম পুলিশের সদস্য নির্মল বৈদ্য একই গ্রামের সাধুনাথ বৈদ্যের ছেলে পল বৈদ্য ও ছোট দক্ষিনপাড় গ্রামের তোতা ডাকের ছেলে নান্টু ডাককে বালু উত্তোলনের অপরাধে আটক করে।বিকেলে মোবাইলকোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান মাটি ব্যবস্হাপণা ও বালু মহাল আইন ২০১০ এর আওতায় বালু কাটার অপরাধে নির্মল বৈদ্যকে একলক্ষ , পল বৈদ্যকে পঞ্চাশ হাজার ও নান্টু ডাকের পরিবর্তে বালু বিক্রির অপরাধে বান্ধল গ্রামের তহিরউদ্দিন হাজরার ছেলে সেলিম হাজরাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এদের মধ্যে সেলিম হাজরা জরিমানার পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান এবং বাকি দুইজনের টাকা অনাদায়ে নির্মল বৈদ্যকে একমাসের ও পল বৈদ্যকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ