Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছড়িয়ে পড়ছে সহিংসতা

যুক্তরাষ্ট্রে ভোটের রাতে বিক্ষোভ-দাঙ্গায় গ্রেফতার ৬০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

যুক্তরাষ্ট্রের নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোতে চলছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ছে সহিংস বিক্ষোভ। পোর্টল্যান্ড,ওরেগনে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিক্ষোভ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সিটি সেন্টারে কিছু দোকানের জানালা ভাঙচুর করেছে। এদিকে মিনিয়াপোলিসে দুই শতাধিক বিক্ষোভকারী রাস্তা দখল করলে সেখান থেকে কয়েক জনকে আটক করেছে পুলিশ। খবরে বলা হয়, গভীর রাতে বিক্ষোভের পর অন্তত ৬০ জনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের পুলিশ। এছাড়া আতশবাজি, হাতুড়ি ও বন্দুক জব্দ করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে ব্যাপক সহিংসতার জবাবে ন্যাশনাল গার্ড বাহিনীকে সক্রিয় প্রস্তুত করার কথা জানিয়েছেন ওরেগনের গভর্নর কেইট ব্রাউন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে। পোর্টল্যান্ডের পুলিশ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে দাঙ্গার ঘোষণার পর বিক্ষোভ থেকে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। আর বুধবার ৫০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে নিউইয়র্কের পুলিশ বিভাগ। এক ইমেইল বিবৃতিতে পোর্টল্যান্ড পুলিশের মুখপাত্র বলেন, আমরা যেসব জমায়েতকে দাঙ্গা বলে অভিহিত করেছি, তার সবই শহরের কেন্দ্রস্থলে। ইতিমধ্যে ১০ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে আরও কয়েকটি রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। এ ছাড়া আটলান্টা, ডেট্রয়েট, নিউইয়র্ক ও ওকল্যান্ডসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারী ভোট গণনা নির্বিঘœ করার দাবি জানিয়েছেন। বুধবার দিনের প্রথম প্রহরে একটি আন্তঃধর্মীয় অনুষ্ঠানে ১০০ জন লোক জড়ো হয়ে ডেট্রয়টের ম‚ল কেন্দ্রস্থলে মিছিল নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সব ভোট গণনা করার দাবির পাশাপাশি শান্তিপ‚র্ণ ক্ষমতা হস্তান্তরেরও আহŸান জানিয়েছেন তারা। নিউইয়র্কে নির্বাচন পরবর্তী বিক্ষোভের নামে আবর্জনায় আগুন জ্বালানোর অভিযোগে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা আবর্জনায় আগুন জ্বালিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছিল এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার দাবিতে কয়েকশ মানুষ বিক্ষোভ করার পর আটকের ঘটনা ঘটে। সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে সমাবেশ করেছে কয়েকশ মানুষ। পুলিশ বলছে, প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা এবং দোকানের কাঁচ ভেঙে ফেলার অভিযোগে তাদের আটক করা হয়েছে। একজনের কাছ থেকে চাকু ও অন্যজনের কাছ থেকে বন্দুক উদ্ধার করেছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ এরই মধ্যে বিক্ষোভকারীদের মারমুখী কিছু ছবি প্রকাশ করে বলেছে, প্রত্যেকের মত প্রকাশের ব্যাপারে আমাদের সমর্থন আছে। কিন্তু আগুন জ্বালিয়ে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়ার বিষয়টি মেনে নেয়া হবে না। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্প এবং তার ভোট বন্ধের আহŸানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন। একই ধরণের বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং শিকাগোতে। এদিকে , ডেট্রয়েটে, ট্রাম্প সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে “ভোট গণনা বন্ধ করো” বলে সেøাগান দিতে থাকে। সেসময় জানালা ভাঙচুর করে তারা। অ্যারিজোনার ফিনিক্সেও একই ধরণের ছোটখাটো বিক্ষোভ হয়েছে। বিবিসি, রয়টার্স, সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ