Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দলের জন্য খেলে মেসি, রোনালদোরা স্বার্থপর!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৫ এএম

দলের প্রতি লিওনেল মেসির নিবেদন দেখে মুগ্ধ ডায়নামো কিয়েভের কোচ মিরচেয়া লুসেস্কু। তার মতে, বার্সেলোনা ফরোয়ার্ড নিজের জন্য নয়, খেলেন দলের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গতপরশু রাতে ক্যাম্প ন্যুয়ে বার্সেলোনার মুখোমুখি হয় ইউক্রেনের দল কিয়েভ। একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করানোর চেষ্টাও করেন মেসি। ২-১ গোলে ম্যাচটি হেরে যাওয়ার আগেই অবশ্য মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেন লুসেস্কু।
চলতি মৌসুমে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচে জিতলেও লা লিগায় শেষ চার ম্যাচে তারা জয়শূন্য। এর মধ্যে হেরেছে দুটি। সব প্রতিযোগিতা মিলে আট ম্যাচে মেসি গোল করেছেন তিনটি, সবকটিই স্পট কিকে। তবে আর্জেন্টাইন তারকা আগের মতোই দলের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন বলে মনে করেন লুসেস্কু, ‘দলের জন্য মেসি অনেক কিছু করছে। সে শুধু নিজেকে নিয়ে নয়, দল নিয়ে ভাবে। মাঠে সে খুব পরিশ্রম করে, সবসময় সতীর্থদের দিয়ে গোল করানোর চেষ্টা করে। নিজেও গোল করে। সে তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে চায়।’
একই রাতে উল্টো কখা শুনতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের, তাও আবার নিজেদের কোচের মুখ থেকেই! চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে হারা জুভেন্টাস এদিন বুদাপেস্টে স্বাগতিকদের হারায় ৪-১ গোলে। ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের ফলে খুশি হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো। বিশেষ করে নিজের ফরোয়ার্ডদের মানসিকতার কড়া সমালোচনা করেছেন তিনি। কোনোরকম রাখঢাক না করে আক্রমণভাগের খেলোয়াড়দের ‘স্বার্থপর’ বলে দিলেন সাবেক তারকা এই মিডফিল্ডার। ম্যাচটিতে অনেক সুযোগ নষ্ট করে সিরি ‘আ’ চ্যাম্পিয়নরা। স্কাই স্পোর্ত ইতালিয়ায় ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন পিরলো, ‘ম্যাচের ফল নিয়ে আমরা খুশি, তবে পারফরম্যান্সের দিক দিয়ে আমরা আরও ভালো করতে পারতাম। আমরা অনেক ভুল করেছি... তাই আমাদের উন্নতি দরকার।’
আরও ভালো সুযোগ তৈরি করতে সতীর্থদের পাস দেওয়ার প্রতি অনীহা ছিল জুভেন্টাসের আক্রমণভাগের ফুটবলারদের। গোল করতে চাইছিলেন নিজেরাই। সাবেক ইতালিয়ান কোচ ফাবিও কাপেলো এ নিয়ে প্রশ্ন করেন পিরলোকে। জবাবে কোনো কোনো ক্ষেত্রে ফরোয়ার্ডরা ‘কম স্বার্থপর’ হতে পারত বলে মন্তব্য করেন পিরলো, ‘আমি আমার খেলোয়াড়দের সঙ্গে প্রচুর কথা বলি। তবে যখন তারা মাঠে থাকে তখন তারাই সিদ্ধান্ত নেয়। দলের কথা ভেবে আরেকটু কম স্বার্থপর হয়ে ম্যাচের ভাগ্য আগেই গড়ে দিতে পারত তারা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদোরা-স্বার্থপর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ