মাদ্রাসার উন্নয়নে সব সময় কাজ করে যাব- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার উন্নয়নে
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনে ও অবমাননা করার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদৗ জনতার উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজবাদ কলাপাড়া পৌর শহরে কেন্দ্রী জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে কওমি ওলামাদল ঐক্য পরিষদ ও সমাজ কল্যান সংস্থা এর ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্র জামে মসজিদ প্রঙ্গনে সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের ইমামসহ সহ্রাধীক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন কলাপাড়া ইমাম পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রী জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান, মুফতি মাওলানা হাবিবুর রহমান শাসনতন্ত্র আন্দোলন সভাপতি পটুয়াখালী জেলা শাখা, হযরত মাওলানা ইউসুফ ইমাম চৌরাস্তা জামে মসজিদ, হযরত মাওলনা নিজামউদ্দিন সহ-সভাপতি কওমি ওলামাদল ঐক্য পরিষদ, পৌর শহরের ব্যবসায়ীক সমিতির সাধারন সম্পাদক মো. ফিরোজ শিকদার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ মাওলানা আল আমিন সরদার, আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ রুমি উপজেলা জামে মসজিদ ইমাম প্রমুখ। বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান। এ ছাড়া রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফ্রান্সেরর দূতাবাস বন্ধের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।