Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাইডেনকে নিয়ে সুর বদলালো রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

মার্কিন নির্বাচন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে রাশিয়ার প্রত্যাশা ক্রমশ কমে আসছে। বিবিসির খবরে জানা যায়, দেশটির মস্কোভস্কি কমসোমোলেতস ট্যাবলয়েড পত্রিকায় স্থানীয় সময় শুক্রবারের খবরে বলা হয়েছে, ট্রাম্প বা বাইডেন যেকোনো একজনকে বেছে নেয়া রাশিয়ার কাছে দুই ধরনের ক্যাস্টর অয়েলের মধ্যে একটিকে বেছে নেয়ার মতো। তবে রাশিয়ার সরকারি গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম জো বাইডেনকে নিয়ে সুর অনেকটাই বদলেছে। বিবিসির মস্কো প্রতিনিধি স্টিভ রোজেনবার্গের এক বিশ্লেষণে বলা হয়, রুশ সরকারের জন্য ট্রাম্প সরকার বেশি উপকারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেননি। তিনি মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে আহŸান জানিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেকিট পার্টির প্রার্থী জো বাইডেন ক্রেমলিনের নেতা পুতিনের অনেক সমালোচনা করেন। রাশিয়া সরকারের কাছে বাইডেন প্রেসিডেন্ট হওয়া মানে বেশি বাধার সম্মুখীন হওয়া। রুশ সরকারি গণমাধ্যম জো বাইডেনের চেয়ে ট্রাম্পেরই বেশি প্রশংসা করে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ