Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই

ফ্রান্সে নবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ অব্যাহত তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদে নবীপ্রেমিকদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। ফ্রান্সের ধর্মীয় উস্কানির দরুণ নবীপ্রেমিকদের হৃদয়ে রক্তক্ষরণ থামেনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে নবী (সা.) এর অবমাননায় মুসলিম উম্মাহর প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর বিভিন্ন অঞ্চলসহ কয়েকটি জেলায় ফ্রান্সের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের হয়। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সের সকল পণ্য বর্জন এবং জাতিসংঘ থেকে দেশটিকে বয়কট করতে হবে। ফ্রান্স অবিলম্বে ক্ষমা না চাইলে মুসলমানদের আন্দোলনের দাবানল থামবে না।

পুরান ঢাকা ইমাম-মুসল্লি ঐক্য পরিষদ: গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচর সংলগ্ন বেড়িবাধে ফ্রান্স বিরোধী সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ফ্রান্স সরকার মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রচার করে বিশ্বের সকল মুসলমানের অন্তরে আঘাত করেছে। ফ্রান্সে প্রকাশিত ব্যঙ্গচিত্র বিশ্ব মুসলিমের সাথে যুদ্ধ ঘোষণার শামীল। ফ্রান্সের বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদের যে ঝড় উঠেছে ফ্রান্স সরকার ক্ষমা না চাইলে প্রতিবাদ আন্দোলনের দাবানল থামবে না বরং জিহাদের রূপ নিতে পারে। নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন অব্যাহত রাখবে। ভারত সরকার ফ্রান্সের এ ধৃষ্টতা সমর্থন করায় ভারতীয় পণ্য বর্জনেরও আহবান জানান তিনি।

গতকাল শুক্রবার বাদ জুমা কামরাঙ্গীরচর সেকশন বেড়িবাঁধে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে পুরান ঢাকা ইমাম-মুসল্লি ঐক্য পরিষদ এর উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা জুনাঈদ কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা সাইফুল্লাহ হাবিবীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামবাগ বড় মসজিদের খতিব শাইখুল হাদিস মাওলানা মাঞ্জুরুল ইসলাম আফেন্দী, লালবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা তানভির আহমদ সিদ্দিকী, মুফতি রাফি বিন মুনির, মুফতি সুলতান মহিউদ্দীন, মুফতি সোহরাব হোসেন, মাওলানা আলআমীন, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি আব্দুর রহমান বেতাগী, মুফতি ফয়জুল্লাহ সাদী, মুফতি আমানুল্লাহ বসন্তপুরী ও মুফতি সাইফুল্লাহ নোমানী।
সমাবেশে মাওলানা মাঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বজুড়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহ-রাসূল (সা.) এর বিরুদ্ধে ধৃষ্টতা দেখালে কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না। কেউ আমাদেরকে ইসলাম ও নবীদের নিয়ে কটুক্তি করলে আমরা শহীদ হওয়ার স্বপ্ন দেখি। পরে ফ্রান্সের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাদ জুমা রাসুল (সা.) প্রেমিক জনতা ফ্রান্সের বিরুদ্ধে শাহজাহানপুর, বাসানো, খিলগাও ও মাদারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করে দেশটির পণ্য বর্জনের দাবি জানায়। নগরীর কমলাপুর রেল স্টেশন জামে মসজিদের খতীব মাওলানা আরিফুর রহমান তাহেরীর নেতৃত্বে মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। বাদ জুমা পুরানো ঢাকার চকবাজার থেকে শান্তি প্রিয় নাগরিক সমাজের উদ্যোগে জাতীয় ইমাম সমাজের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন বড় কাটারা মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম ও আমরা ঢাকাবাসীর সভাপতি আলহাজ জামাল নাসের চৌধুরীর নেতৃত্বে মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। ডেমরার কোনাপাড়া থেকে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মহানবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে লৌহজংয়ে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি ইসলামী আন্দোলন লৌহজং শাখার সভাপতি মুনসুর আহমেদ মুসার নেতৃত্বে উপজেলার ঘোড়াদৌড় জামে মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন বাজার ও এলাকা ঘুরে মালির অংক বাজারে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, আমাদের নবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্স যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, তা অনতিবিলম্বে সরিয়ে বিশ্বের মুসলমানদের কাছে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারা বিশ্বের মুসলমানরা ফ্রান্সের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিবে।

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ : ফ্রান্সে নবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ এবং একটি সংখ্যাগরিষ্ঠ সংগঠনের শাহবাগ কর্মসূচির প্রতিবাদে আজ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
চট্টগ্রাম : চট্টগ্রামে জুমাপূর্ব খুৎবায় মসজিদের ইমাম, খতিবগণ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশ করার ঘটনার তীব্র নিন্দা জানান। হেফাজতে ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামা’আত ছাড়াও বিভিন্ন সংগঠনের ব্যানারে চট্টগ্রামে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন হয়েছে। আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালীসহ বিভিন্ন উপজেলায়ও মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়। নগরীর মনসুরাবাদে ইত্তেহাদুল উলামার উদ্যোগে এক বিশাল সমাবেশ মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মাওলানা শাহেদুর রহমান, মাওলানা আবদুল আজিজ, মাওলানা ইব্রাহিম মীর, মাওলানা আমানত উল্লাহ, মাওলানা আবুল কালাম, মাওলানা হামিদুল হক, হাফেজ ওমর ফারুক বক্তব্য রাখেন।

রাজশাহী : জু’মার নামাজের পর স্থানীয় ইমাম-ওলামা, দরবার শরীফ ভক্ত আশেকান ও তৌহিদি জনতার উদ্যোগে নগরীর রেলগেট শহীদ কামারুজ্জামান চত্তরে প্রধান সড়কে সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লীগণ। সমাবেশে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মুফতি মো. মইনুল ইসলাম, হযরত হাফেজ মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, শাহ ওয়াকার আহমেদ, শাহাদাত হোসেন, মাওলানা নূহ, মাওলানা রুহুল আমিন প্রমুখ। এ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন নগরীর পঞ্চবটি খাজা ইসমাইল শাহ চিশতি দরবার শরীফ, টিকাপাড়া হযরত খাজা কাশেম চিশতি নিজমী দরবার শরীফ, ভদ্রা শাহ ওলী আহমদ (রহঃ) মাজার শরীফ, ঘোড়ামারা শাহ কলন্দর দরবার শরীফ, হযরত মাতশাহ ও হযরত বোরহান উদ্দিন শাহ (রহঃ) দরবার শরীফ. দাশমারি পূর্বপাড়া দারুল হাবীব খানকাহ শরীফ’র ভক্ত আশেকানবৃন্দ।

বগুড়া : বগুড়ায় ঠনঠনিয়া দরবার শরীফ ও কয়েকটি ইসলামী সংগঠনের আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আসগর আলী, হেফাজত নেতা আব্দুল ওয়াহেদ, জামিয়াতুল মোদার্রেছীন সভাপতি মাওলানা আব্দুল হাই বারী, ঠনঠনিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা ছাব্বির আহমদ ওসমানী ও পীরজাদা মাওলানা রাঘেব হাসান ওসমানীসহ প্রমুখ।
ছাগলনাইয়া (ফেনী) : স্মরণকালের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখা। আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি ফারুক হোসাইনের পরিচালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আনোয়ার উল্লাহ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শোয়াইব, ছাগলনাইয়া বাজার (উত্তর) জামে মসজিদের খতিব মাওলানা মুফতি কামাল উদ্দিনসহ হেফাজতে ইসলামের নেতারা।

(দৌলতপুর) মানিকগঞ্জ : দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নে নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসুল্লিগন। এ সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা আলাউদ্দিন, আহŸায়ক ছিলেন মাওলানা আনিসুর রহমান এবং সার্বিক সহযোগীতা করেন মাওলানা ওমর ফারুক।
ইন্দুরকানী (পিরোজপুর) : বাংলাদেশ জমিয়াত হিজবুল্লাহ ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রুহুল আমিনের সভাপতিত্বে ইন্দুরকানী সদর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফোরকান হোসাইন, প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ- সাধারণ সম্পাদক মাও. ওবায়দুল হক , সরিষা ইউনিয়ন শাখার সভাপতি মাও. আবুল হাসেম, সাধারণ সম্পাদক মুফতি উমর ফারুকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া ইমাম পরিষদের আহŸায়ক ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান, মুফতি মাওলানা হাবিবুর রহমান শাসনতন্ত্র আন্দোলন সভাপতি পটুয়াখালী জেলা শাখা, হযরত মাওলানা ইউসুফ ইমাম চৌরাস্তা জামে মসজিদ, প্রমুখ।

রাউজান (চট্টগ্রাম) : রাউজান উত্তর সর্তা হযরত আবদুল কাদের জিলানী (রঃ) ট্রাষ্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভাড বক্তব্য রাখেন দরগাহ বাজার জামে মসজিদের খতিব আলহাজ্জ আল্লামা সেলিম উদ্দিন রযভী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ট্রাষ্টের সভাপতি আলহাজ্জ মাহবুবুল আলম, ট্রাষ্টের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আলী. সাংবাদিক এম বেলাল উদ্দিন।
সাটুরিয়া (মানিকগঞ্জ): মুফতী মাওলানা আব্দুল ওহাব এর সভাপতিত্বে মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুফতি খাইরুল ইসলাম নোমানীসহ প্রমুখ।

সোনাগাজী (ফেনী) : সোনাগাজী উপজেলায় মাস্টার আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায়, সোনাপুর বাদামতলী জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইমাম পরিষদের সভাপতি মাওলানা আশ্রাফ আলী, সহসভাপতি মাওলানা নুরুল আলম, মাওলানা হারুনুর রশীদ।
শ্রীনগর (মুন্সিগঞ্জ) : মুফতি হাসনাইন এর সভাপতিত্বে এত্তেফাকুল ওলামা শ্রীনগর এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন মুফতি জুনায়েদ বিন হাতিম।

তাড়াইল (কিশোরগঞ্জ) : মাওলানা মোবারক হোসাইনের সভাপতিত্বে কিশোরগঞ্জের তাড়াইলে তালজাঙ্গা ইউনিয়ন ইসলামী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন তালজাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম খান, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার আলম, দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আশরাফ আলী মীর, প্রমূখ।



 

Show all comments
  • মেহেদী ৭ নভেম্বর, ২০২০, ১:৫২ এএম says : 0
    ফ্রান্সের সকল পণ্য বয়কট অব্যাহত রাখতে হবে।
    Total Reply(0) Reply
  • সজল মোল্লা ৭ নভেম্বর, ২০২০, ১:৫২ এএম says : 0
    ম্যাখো একজন মনসিক রোগী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্সে নবী (সা.)
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ