চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ

ড. মোঃ নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দেয়া হয়েছে।
পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ১০ জুয়ারীকে আটক করেছে পুলিশ। এরা হলো মো.কবির হোসেন জাহিদুল তালুকদার, তোফাজ্জেল, মিলন ভূঁইয়া, সান্টু হাওলাদার, অহিদুল হাওলাদার, সরোয়ার, সোহরাব, আমিনুল ইসলাম ও জসিম আকন। শুক্রবার সন্ধ্যার দিকে মহিপুর থানা পুলিশ ”আল্লার দান”নামক আবাসিক হোটেলের ১০১ নাম্বার কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। এসময় এদের কাছ থেকে ১৪ হাজার ৫২০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এরা দীর্ঘদিন ওই হোটেলে জুয়ার আসর বসাতো। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।