Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

অনলাইনে প্রতারণা বাড়ছে

| প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

করোনাকালীন সময়ে গৃহবন্দি মানুষের অনলাইন নির্ভরতা আগের তুলনায় বেড়েছে। সেই সাথে বৃদ্ধি পেয়েছে অনলাইন প্রতারণা। আকর্ষণীয় বা লোভনীয় অফার দেখে অনেকেই হুট করে পণ্য অর্ডার করে প্রতারিত হচ্ছেন। কখনো কখনো এক ধরনের পণ্য দেখিয়ে অন্য ধরণের পণ্য বা নিম্নমানের পণ্য ডেলিভারি দিয়ে থাকে প্রতারকরা। আবার অর্ডারের জন্য অগ্রীম মূল্য পরিশোধ করার পরও কখনো কখনেরা পণ্য ডেলিভারি দেয়া হয় না। এমন প্রতারণার শিকার অনেকেই হচ্ছেন। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ( ই-ক্যাব) হিসাবে, বর্তমানে সারা দেশে ১ হাজার অনলাইন প্লাটফর্ম রয়েছে। এসবে প্রতিদিন প্রায় ৫০ হাজারের মতো পণ্য ডেলিভারি হয়ে থাকে। তাই অনলাইনে পণ্য কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। সেই সাথে পণ্য কেনার সময় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কিনা, থাকলে তার নিবন্ধন নাম্বার জেনে নিতে হবে। ওয়েব সাইটের ক্ষেত্রে ফেক সাইট বা ক্লোন সাইট কিনা যাচাই করে দেখতে হবে। অস্বাভাবিক কম দামে লোভনীয় অফার এড়িয়ে চলতে হবে। বিশ্বাসযোগ্য ফেসবুক পেজ বা গ্রুপ থেকে পণ্য কেনা এবং পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করা যায় এমন সাইট থেকে পণ্য কেনা। তাহলেই প্রতারণা থেকে বাঁচা সম্ভব হবে। প্রশাসনকেও অনলাইন প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইলিয়াছ হোসাইন
শিক্ষার্থী, ঢাকা কলেজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ