করোনা সনদ ছাড়া যাত্রী পরিবহন
কোভিড ১৯ (করোনা) পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে ইস্তাম্বুল থেকে
অস্ত্র মামলায় কিশোরগ্যাং লিডার সিআরবি জোড়াখুনের অন্যতম আসামি সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ এবং তার সহযোগী সজল দাশের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
সিএমপির এসি (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, অস্ত্র মামলায় সাইফুল আলম লিমন ও সজল দাশকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে লিমনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ ও সজল দাশের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শুক্রবার নগরীর মেহেদীবাগ এলাকার বাসা থেকে সাইফুল আলম লিমনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল আলম লিমনের দেওয়া তথ্যে তার সহযোগী সজল দাশের কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ মামলায় আসামি করা হয় সাইফুল আলম লিমন ও সজল দাশকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।