ডাকাত সন্দেহে সীতাকুণ্ডে একজনকে পিটিয়ে হত্যা

ডাকাত সন্দেহে চট্টগ্রামের সীতাকুণ্ডে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া দুজনকে আটক করা হয়েছে। সোমবার
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উদ্ধার করা ট্রেনে কাটা নিহত নারীর (৫২) পরিচয় গত চার মাসেও মিলেনি। উদ্ধার হওয়া নারীর গায়েছিল চেক শার্ট ও নেভী ব্লু সালোয়ার। এ ঘটনায় মামলা নিয়ে থানার তদন্ত কর্মকর্তা মামলাটির চূড়ান্ত রির্পোট দিতে বিড়ম্বনায় পড়েছেন বলে জানা গেেেছ।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত ৭ জুলাই সন্ধ্যায় রানীনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে চকের ব্রীজের দক্ষিণ পাশে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় ট্রেনের নীচে কাটা পড়ে ঐ নারীর মৃত্যু হয়। সাংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানাা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৪ মাসেও তার কোন পরিচয় না পাওয়ায় এ মামলার চূড়ান্ত রির্পোট নিয়ে বিড়ম্বনায় পড়েছে থানার তদন্তকারী কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।