Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসিবি প্রতিনিধি দলের দাবি পূরণে প্রস্তুত বিসিবি

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইসিসির এফটিপি অনুযায়ী পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। গত ১ জুলাই রাজধানীর কূটনৈতিক অঞ্চল বলে খ্যাত গুলশানের একটি রেস্টুরেন্টে সশস্ত্র জঙ্গি হামলায় ২০ বিদেশির নিহত হওয়ার ঘটনায় পূর্ব নির্ধারিত এই সিরিজটির ভাগ্য এখন বাংলাদেশ সফরে আসা ইসিবির তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দলের হাতে। গতকাল সকাল ১১টা ৫০ মিনিটে ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেড ডিকসন, পিসিএ চিফ এক্সিকিউটিভ জন কার্ট ডেভিড লেথারওয়েলস এবং ইসিবির ডিরেক্টর অব অপারেশন্স জন কার ঢাকায় এসে ঢাকাস্থ ব্রিটিশ,অষ্ট্রেলিয়ান হাই কমিশন এবং মার্কিন দূতাবাসের সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে আজ প্রতিনিধি দলটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করার কথা। পরদিন চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি অবগত হবেন। সফরের শেষ দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতিসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করার পর দেশে ফিরে যাবে ইসিবির এই নিরাপত্তা প্রতিনিধি দল।
 তবে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে ইসিবির নিরাপত্তা প্রতিনিধি দলের এই সফরকে রুটিন ওয়ার্ক বলেই মনে করছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ‘মূলত রুটিন ওয়ার্ক হিসেবে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক দল। ইংল্যান্ড দল যেখানে যেখানে খেলবে তারা সেসব জায়গা পরিদর্শন করবেন। হোটেল এবং অনুশীলন সুবিধাগুলো পর্যবেক্ষণ করবেন। এছাড়া আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা এবং মেডিকেল পরিকল্পনা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমাদের নিরাপত্তা বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবে দলটি।’
গুলশানে সশস্ত্র জঙ্গি হামলার প্রেক্ষাপট বদলে গেছে বলে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার পরিকল্পনার কথা বলেছেন তিনি। বিসিবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি যৌথ নিরাপত্তা পরিকল্পনার বাইরেও যদি ইসিবি প্রতিনিধি দলের বাড়তি কোনো দাবি থাকে, তাহলেও তা পূরণ করতে সচেষ্ট থাকবে বিসিবি, এমনটাই জানিয়েছেন তিনি ‘দ্বি-পাক্ষিক সিরিজগুলোতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, ইংল্যান্ডের জন্য ঠিক তেমন পরিকল্পনাই থাকবে। এছাড়া তারা (ইংল্যান্ড) যদি বাড়তি কিছু চায়, সেক্ষেত্রে আমাদের তা দেওয়ার চেষ্টা করবো। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও আমাদের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আমরা তাদের যে কোনো চাহিদাই পূরণ করতে সক্ষম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসিবি প্রতিনিধি দলের দাবি পূরণে প্রস্তুত বিসিবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ