Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আকবরের ফাঁসি চাই শ্লোগানে মুখরিত ছিল আদালত পাড়া

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৩:০১ পিএম

‘আকবরের ফাঁসি চাই’ শ্লোগানে মুখরিত সিলেটের আদালত চত্বর। বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশী ‘‘নির্যাতনে’ রায়হান মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত উপ-পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তারের পর আদালতে হাজিরের খবওে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করেন সর্বস্তরের উৎসুক জনতা। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিলেটের আদালত চত্বরে আকবর হোসেন ভূঁইয়াকে হাজির করার পর পুলিশী নিরাপত্তার মধ্যেই বিক্ষোভ করেন উপস্থিত বিক্ষুব্ধ মানুষ। এ সময় শতাধিক মানুষ আকবরের ফাঁসি চেয়ে শ্লোগান দেয়। তারা আকবরকে দেখা মাত্রই ‘ফাঁসি চাই ফাঁসি চাই, আকবরের ফাঁসি চাই’ বলে শ্লোগানে ফেটে পড়ে। তবে পুলিশ সর্তক থাকায় ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। বেলা আনুমানিক দেড়টায় আকবরকে আদালতে প্রাঙ্গণে হাজির করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা। পরে চীফ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমের আদালতে তোলা হয় তাকে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়হান হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ