Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ফিফা উইন্ডোতে বাংলাদেশ নিয়মিত ম্যাচ খেলবে’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৬:৪৪ পিএম | আপডেট : ৭:০২ পিএম, ১০ নভেম্বর, ২০২০

‘ফিফা উইন্ডোতে বাংলাদেশ নিয়মিত ম্যাচ খেলবে’- কথাটি বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি। বাফুফের বহুল আলোচিত নির্বাচন শেষে এক মাসেরও বেশি সময় পার হলেও জাতীয় দল কমিটির প্রথম সভা হয়েছে মঙ্গলবার। মতিঝিলস্থ বাফুফে ভবনে অনুষ্ঠিত এ সভার শুরুতে পরিচিতি পর্ব ছাড়াও বর্তমান ও আগামী দিনে জাতীয় দলের বিভিন্ন কর্মকা- নিয়ে আলোচনা হয়।

সভা শেষে বাফুফের টানা চারবারের সহ-সভাপতি কাজী নাবিল সাংবাদিকদের বলেন, ‘আমাদের পরবর্তী ফিফা উইন্ডো রয়েছে আগামী মার্চ মাসে। সেখানে আমরা সাত দিন সময় পাবো। এর পর জুনে ১৫ দিনের সময় আছে। সবগুলো উইন্ডো আমরা কাজে লাগাবো। তাই খেলার জন্য আরও একটি দেশের সঙ্গে কথা চলছে। যাতে এই উইন্ডোগুলোতে ম্যাচ খেলা যায়।’

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে বাফুফের সব নিয়মিত আয়োজনেই বাধাগ্রস্থ হয়েছে। মধ্য মার্চে খেলা বন্ধ হওয়ায় ফুটবলাররা দীর্ঘ ৭ মাস ছিলেন মাঠের বাইরে। করোনা আতঙ্ক এখনও বিদ্যমান থাকলেও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ফুটবলকে মাঠে ফেরাতে কাজ করে যাচ্ছে বাফুফে’র নতুন নির্বাচিত কমিটি। এরই মধ্যে তারা নারী লিগ এবং জেএফএ কাপের খেলা চালু করেছে। আর মাত্র দু’দিন পরে নেপালের বিপক্ষে দুই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় দল।

ফিফার নির্দিষ্ট সূচি’তেই (উইন্ডো) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ ‍দু’টি হবে ১৩ ও ১৭ নভেম্বর।

এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। ফিফা অনুমতি দিলে সেই ম্যাচে খেলতে বাংলাদেশের কোনও আপত্তি নেই। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘কাতারের বিপক্ষে খেলা হতে পারে। যেহেতু তাদের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ বাকি আছে। সেক্ষেত্রে তারা আগামী দুয়েকদিনের মধ্যে ফিফা থেকে অনুমতি পেলে আমরা নেপাল ম্যাচের পর কাতারে গিয়ে ম্যাচ খেলে আসতে পারবো। আমরা মৌখিকভাবে সম্মতিও দিয়ে রেখেছি।’

তিনি যোগ করেন,‘কাতারে কোয়ারেন্টাইনে থাকার পর আমাদের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমে একটি ম্যাচ থাকলেও পরে দু’টি হয়েছে। দু’টি ম্যাচই হবে কাতার লিগে খেলা দলের বিপক্ষে।’

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ম্যানেজার নিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। তবে নেপালের বিপক্ষে দুই ম্যাচে ম্যানেজার না রাখার আভাস দিয়েছেন কাজী নাবিল। তার কথায়, ‘সভায় ম্যানেজারের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আমরা এই ম্যাচ দু’টিতে ম্যানেজার নাও রাখতে পারি। বিষয়টা এখনও ঝুলে আছে। সভাপতি ও বোর্ডের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত হতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ