চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ

ড. মোঃ নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দেয়া হয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে নয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে নগরীর আকবর শাহ থানার নিউ মনছুরাবাদ কসাই পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, সেটি তদন্ত করছে পুলিশ।
শিশু শাহাদাত হোসেন মায়ের নাম পারভীন আক্তার। তিনি পোশাক কারখানায় চাকরি করেন। শাহাদাতের বাবার সঙ্গে ছাড়াছাড়ির পর পারভিন বিয়ে করেন মো. ইউসুফ নামে এক কভার্ডভ্যান চালককে।
তিন কক্ষের বাসার একটিতে শাহাদাত ও তার মা থাকে। ইউসুফ থাকেন ঢাকায়। আরেক কক্ষের একটিতে এক মহিলা এবং আরেক কক্ষে এক দম্পতি থাকতেন। বাসার জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, গ্রিলের সঙ্গে শাহাদাত গামছা দিয়ে ঝোলানো ছিল। তার মা ছিলেন কারখানায়। শিশুটি মাদরাসার ছাত্র বলে তিনি জানিয়েছেন
সিআইডির ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।