Inqilab Logo

ঢাকা সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১১ মাঘ ১৪২৭, ১১ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

ওটিটি প্ল্যাটফর্মে সিমলার সিনেমা মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

২০১৪ সালে শুটিং হয়েছিল চিত্রনায়িকা সিলমা অভিনীত সিনেমা নিষিদ্ধ প্রেমের গল্প। রুবেল আনুশ পরিচালিত সিনেমাটি আগামী ১৪ ফেব্রুয়ারি যেকোনো একটি ওটিটি তথা অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে। নির্মাতা রুবেল আনুশ বলেন, নানা জটিলতায় নিষিদ্ধ প্রেমের গল্প এতদিন মুক্তি দেওয়া যায়নি। এখন সিনেমাটির সকল কাজ সম্পন্ন হয়েছে। মুক্তির প্রস্তুতি নিচ্ছি। বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে। আশা করছি, আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি দিতে পারবো। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও ঘেটুপুত্র কমলাখ্যাত মামুন। কলেজ পড়–য়া এক তরুণের সঙ্গে বিদেশ থেকে পড়াশোনা সম্পন্ন করে আসা এক তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিমুল খান, মুসা, বাপ্পি, টুটুল চৌধুরী, পুলক হায়দার, শিশির আহমেদ, লাবণী, আফরিন, সাদিয়া, বাদলসহ অনেকে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিমলার-সিনেমা
আরও পড়ুন