Inqilab Logo

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

অসুস্থতা কাটিয়ে শুটিংয়ে ফিরেছেন আনিসুর রহমান মিলন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

অসুস্থ হয়ে দীর্ঘ এক মাস বিশ্রাম শেষে শুটিংয়ে ফিরেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। সম্প্রতি ‘গোলমাল’ নামে একটি নাটকের মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। মিলন জানান, শুটিং শুরু করেছি। তবে দুর্বলতা পুরোপুরি কাটেনি। যদি শরীরের অবস্থা ভালো মনে করি তাহলে শুটিং চালিয়ে যাবো। তবে বিরতি দিয়ে শুটিং করবো। মিলন বলেন, অসুস্থতার কারণে ‘গাঙচিল’ সিনেমা ছাড়াও বেশ কিছু নাটকের সিডিউল বাতিল করতে হয়েছে। এখন হাতের কাজগুলো শেষ করার চেষ্টা করবো। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই সবাই শুটিং করছেন। এরমধ্যেও অনেকে আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, করোনা খুব সহজে যাবে না। সবাই যদি সচেতন না হই, তাহলে এটি যেওকানোভাবেই আক্রান্ত করবে। শুটিং স্পটে আমরা স্বাস্থ্যবিধি মানছি, কিন্তু বাইরে কয়জন সচেতনভাবে চলছে? শীতের সময় এর প্রকোপ আরো বাড়বে বলে শুনছি। যদি আমরা সচেতন না হই, তাহলে এ থেকে মুক্ত থাকা অসম্ভব। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুটিংয়ে-মিলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ