ট্রাম্পের সাক্ষরে আইনে পরিণত হল মালালা শিক্ষাবৃত্তি

ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্ট’ নামে একটি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের পর প্রথমবারের মত জনসম্মুখে এসেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচনের ফলের দিন গত শনিবার থেকে লোকচক্ষুর অনেকটা আড়ালেই ছিলেন ট্রাম্প। তবে বিভিন্ন টুইট বার্তায় তিনি এখনো দাবি করছেন, নির্বাচনে কারচুপি হয়েছে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানানোর দিবস ‘ভেটারেনস ডে’। অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের আর্লিংটন সামরিক কবরস্থানে যান ট্রাম্প। সে সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার সঙ্গে ছিলেন। অপরদিকে, জো বাইডেন ভেটারেনস ডের অনুষ্ঠানে অংশ নেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।