Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রংপুর মেডিক্যাল কলেজ থেকে ৪ দালাল আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে দালাল চক্রের চার সদস্যকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। গতকাল দুপুরে অভিযান চালিয়ে মেডিকেল গেট সংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- নগরীর হাজিরহাট উত্তম মুন্সিপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে ওমর ফারুক (২৩), জুম্মপাড়া এলাকার মাহফুজার রহমানের ছেলে আহসান হাবিব (৪২), গঙ্গাচড়া উপজেলার চিলা খাল গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলাউদ্দিন হোসেন (৩২) এবং একই উপজেলার গজঘণ্টা গ্রামের সুলতানের ছেলে রুহুল আমিন (২৬)। পুলিশ জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নগরীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত যে সব রোগী আসেন তারা নানাভাবে দালাল চক্রের হাতে হয়রানি হচ্ছেন। এই দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। এছাড়াও জোর করে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

এসব ঘটনার প্রেক্ষিতে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় ইন্সপেক্টর (নিরস্ত্র) এবিএম ফিরোজ ওয়াহিদের নেতৃত্বে শনিবার দুপুরে অভিযান পরিচালিত হয়। এতে মেডিকেল গেট সংলগ্ন যাত্রী ছাউনির সামনে চলাচলের পাকা রাস্তার ওপর রোগী ও তাদের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডার সময় দালাল চক্রের চার সদস্যকে আটক করে পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দালাল-আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ