Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইনি লড়াইয়েও টিকছেন না ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা পাত্তা পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলায় এরই মধ্যে হেরে গেছে রিপাবলিকান প্রচারণা শিবির। তবে এখনই দমে যায়নি তারা। নির্দিষ্ট করে না বললেও, নতুন আরও পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে রিপাবলিকান পার্টি। এর মধ্যেই মার্কিন নির্বাচনের ফলাফলের বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা। ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রাজপথ। হোয়াইট হাউজের আশপাশ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। ভোট কারচুপির অভিযোগে তারা এ বিক্ষোভে অংশ নেয়। ডোনাল্ড ট্রাম্পও ভোট গণনার সময় থেকে ভোট কারচুপির অভিযোগ করে আসছেন, যদিও কোন প্রমাণ দিতে পারেননি। কয়েকটি ডানপন্থী সংগঠন মেগা মার্চ নামে সমাবেশ ডেকেছে ট্রাম্পের সমর্থনে। শুধু ওয়াশিংটন ডিসি নয় এতে যোগ দিতে শুক্রবার থেকে বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ সমাবেশে যোগ দিতে আসেন। ওয়াশিংটনে উইমেন ফর আমেরিকা ফার্স্ট নামে একটি সংগঠন সমাবেশের অনুমতি নিলে আরও কয়েকটি সংগঠন এতে যোগ দেয়। রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ