ট্রাম্প ভক্তদের থেকে বাঁচতে বর্ম কিনছেন আইনপ্রণেতারা
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের রোষানল থেকে বাঁচতে বর্ম কিনতে যাচ্ছেন তারই দলের আইনপ্রণেতা পিটার মেইজার। গত সপ্তাহে ক্যাপিটল হিলে সহিংস হামলায় উস্কানি দেয়ার
জার্মানিতে মুসলিমদের হত্যার পরিকল্পনাকারী দেশটির কট্টর ডানপন্থী ১২ উগ্রবাদীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও মুসলিম শরণার্থীদের হত্যার মিশন নিয়ে সন্ত্রাসী দল গঠন করা ওই ১২ উগ্রপন্থীর বিরুদ্ধে আদালতে সন্ত্রাসবাদের অভিযোগ আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলতি মাসের ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করা হলেও গত বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। জার্মানির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কট্টরপন্থী এসব উগ্রবাদীকে গ্রেফতার করে পুলিশ। তবে এতদিন সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়নি। মুসলিমদের হত্যা করে জার্মানিতে তাদের একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ছিল বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডয়েচে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।