Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

৬০ বছর বয়সী অভিবাসীদের কুয়েত ছাড়তে হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১০:২২ এএম

এবার ৬০ বছর বয়সী অভিবাসীদের কুয়েত ছাড়তে হবে। কুয়েতে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৬০ বছর বয়স পূর্ণ হয়েছে, এমন অভিবাসী শ্রমিকের আকামা নবায়ন না করার প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ কারণে ৬০ বছরের বেশি বয়স্ক প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে।

স্থানীয় দৈনিক আল আনবা জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।

সংবাদে আরও বলা হয়, কুয়েতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাপারে নেয়া এ সিদ্ধান্ত নতুন বছরের শুরু থেকে কার্যকর করা হবে।

শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত বয়সসীমা শেষে কাজের চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং কুয়েত ত্যাগের জন্য ওই ব্যক্তিকে এক থেকে তিন মাস পর্যন্ত সময় দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়েত

৪ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ