ভোট দিলেন রেজাউল - শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন আলিফ লামমিম ভাটা মোড় এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় দুইজন ছিন্তাইকারীকে সেনাবাহিনির পোশাক, একটি ওয়াকিটকি, দুইটি চাকু, একটি খেলনা পিস্তল,একটি ১৫ হাত লম্বা দড়িসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত একটার দিকে দুজন ছিন্তাইকারী সেখানে ছিন্তাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বোয়ালিয়া থানার সহকারী কমিশনার ফারজিনা নাসরিনের নেতৃত্বে অভিজান পরিচালনা করে পুলিশ। এসময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে বিপুল পরিমাণ ছিনতাইয়ের সরাঞ্জমাদি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।