Inqilab Logo

ঢাকা, বুধবার , ২৯ জানুয়ারী ২০২০, ১৫ মাঘ ১৪২৬, ০৩ জামাদিউস সানি ১৪৪১ হিজরী

মিলনের নতুন মিউজিক ভিডিও কত যে ভালোবাসি

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রাঙামাটির সাজেক ভ্যালিতে সম্পন্ন হলো এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সুরকার মিলনের ‘কত যে ভালোবাসি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটি ছিল গত বছর কোরবানি ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হওয়া মিলনের একক অ্যালবাম ‘ডানাকাটা পরী’ অ্যালবামে। ওমর ফারুকের কথায় গানটির সুর করেছেন মিলন নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানটিতে মিলনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আশফা। মিউজিক ভিডিও নির্মাণ করছেন রায়হান খান। এতে মিলনের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে মুনকে। চলতি আগস্ট মাসেই গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে বলে জানান মিলন। তিনি বলেন, অডিওতে গানটির ভালো সাড়া পাওয়াতেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। এজন্য সিডি চয়েসের কর্ণধার জাহিরুল ইসলাম সোহেল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি, মিউজিক ভিডিও প্রকাশের পর গানটির শ্রোতাপ্রিয়তা লাভ করবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ