নাজিরহাটে উচ্ছেদ অভিযান রেল কর্তৃপক্ষের ত্রিশ লক্ষ টাকার জমি উদ্ধার
হাটহাজারীর নাজিরহাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবারসহ দুই দিন ব্যাপী উচ্ছেদ অভিযানে ত্রিশ লক্ষ টাকার অবৈধ দখলে রাখা জমি উদ্ধার করা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ অক্টোবর উপজেলার মাছুমাবাদ দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সকালে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, একই এলাকার চন্দ্র কিশোর চন্দ্রা খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় চন্দ্র কিশোর চন্দ্রা ফুসলিয়ে ওই কিশোরী মেয়েকে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে চন্দ্র কিশোর চন্দ্রা পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার কিশোরীর বাবা চন্দ্র কিশোর চন্দ্রার বাবা প্রান্ত বিশ্বাস ও মা বাসন্তি রানীকে বিষয়টি জানালে তারা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।