সাহেদের অস্ত্রসহ দুই মামলার চার্জ গঠন, শুনানি ২৪ ফেব্রুয়ারি

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে অস্ত্র ও বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে বিশেষ
দশ হাজার দুইশ কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারে ফেরাতে এবং গ্রেপ্তার করতে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে দুদক চেয়ারম্যানকে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছে এবং আদেশ দিয়েছেন। পিকে হালদার কোথায়, কীভাবে আছেন তাও জানতে চেয়েছেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।