Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কালো তালিকায় ২৬১ চালকল

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

কুষ্টিয়ায় বোরো সংগ্রহ অভিযানে চাল সরবরাহে চুক্তি লঙ্ঘনের দায়ে তিনটি অটোরাইস মিল ও ২৫৮টি হাসকিংসহ মোট ২৬১টি চালকল কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ওই চালকলগুলোর জামানত পুরো বাজেয়াপ্তসহ আগামী দুই মৌসুম তাদেরকে চুক্তির বাইরে রাখার উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, এবারের বোরো মৌসুমে চাল সরবরাহে কুষ্টিয়ায় ২৯টি অটো ও হাসকিংসহ সবমিলিয়ে ৫৩৫টি মিল স্থানীয় খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এদের মধ্যে চুক্তিবদ্ধ ২৬৫টি চালকল সমুদয় চাল সরবরাহ করে। ২৫৮টি হাসকিং ও তিনটি অটোরাইস মিল মালিক একেবারেই চাল সরবরাহ না করে চুক্তি লঙ্ঘন করে। তবে ১২টি হাসকিং মিলের মালিক আংশিক চাল সরবরাহ করেন।
এদিকে দেশব্যাপী চাল সংগ্রহে ধীর গতির কারণে গত ৩১ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হলেও কুষ্টিয়ায় সফল হয়নি সংগ্রহ অভিযান। সংশ্লিষ্টরা জানান, সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ অধিকাংশ মিলার চাল সরবরাহ থেকে বিরত থাকায় এবারের বোরো মৌসুমে সংগ্রহ অভিযান পুরোপুরি সফল হয়নি। এবারের বোরো মৌসুমে সরকার নির্ধারিত কেজি প্রতি চালের দর ছিল ৩৬ টাকা। জেলায় চাল সংগ্রহের টার্গেট ছিল ৩৪ হাজার ২০০ মেট্রিক টন। সর্বনিন্ম পাঁচ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ৯ মেট্রিন টন চাল সরবরাহের জন্য মিল মালিকরা চুক্তিবদ্ধ হন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক তাহসিনুল হক জানান, নির্ধারিত সময় পর্যন্ত জেলায় বোরো চাল সংগ্রহ অভিযানের ৬৬ ভাগের মত অর্জিত হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সূত্র মতে, মূল্যসহ চাল উৎপাদন খরচ সরকার নির্ধারিত কেজি প্রতি চালের দর থেকে ৪-৫ টাকা বেশি পড়ে যাওয়ায় মিলাররা সংগ্রহ অভিযানের শুরু থেকেই ক্ষতিতে চাল সরবরাহে অনীহা দেখিয়ে আসছিলেন। খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে চুক্তিবদ্ধ মিলারদের সরবরাহে বার বার তাগিদ দিয়েও সংগ্রহ অভিযানে সফল করতে তারা ব্যর্থ হন। তবে লাভ-ক্ষতির হিসাব না কষে চুক্তির দায়বদ্ধতা থেকে ছোট-বড় চাল কলের মালিকদের অধিকাংশই গুদামে চাল সরবরাহ করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক তাহসিনুল হক আরও জানান, চুক্তি সম্পূর্ণ লঙ্ঘন করেছে এমন ২৬১টি চালকলকে ইতোমধ্যে কালো তালিকাভুক্ত করে তাদের জামানত পুরোটাই বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে দুই মৌসুম তাদের চুক্তির আওতার বাইরে রাখা হবে। একই সঙ্গে যারা আংশিক চাল সরবারাহ করেছে তাদেরও বাকি জামানত বাজেয়াপ্তসহ এক মৌসুমের জন্য চাল সরবরাহ থেকে বাদ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খাজানগর মোকামের দেশ এগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আব্দুল খালেক বলেন, লাভ-ক্ষতি উভয় দিক মেনেই ব্যবসা পরিচালনা করে আসছি। চাল সরবরাহে এবার লোকসান মেনেই চুক্তির দায়বদ্ধতা থেকে বরাদ্দকৃত পুরো চাল সরবরাহ করেছি।
অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, এবার ধানের বাজার দর বাড়তি ছিল। এছাড়া বোরো মৌসুমে মোটা ধানের উৎপাদনও কম। ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে উৎপাদিত চালের দর কেজি প্রতি ৩-৪ টাকা বেশি। কিন্তু তা সত্তে¡ও চুক্তিবদ্ধ চালকলের অধিকাংশ মালিক ক্ষতিতে সরকারকে চাল সরবরাহ করেন।
অপরদিকে, বোরো চাল সংগ্রহ অভিযান শেষ হতে না হতেই চলতি মাসেই আমন সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। এবার আমন চালের সরকার নির্ধারিত দর ৩৭ টাকা। জেলা খাদ্য নিয়ন্ত্রক তাহসিনুল হক বলেন, আমনের বর্তমান বাজার দর প্রতি কেজি ৪০ টাকার বেশি। আর সরকার নির্ধারিত দর ৩৭ টাকা। যে কারণে এখন পর্যন্ত কোনো মিলার চুক্তিবদ্ধ হয়নি। বোরো মৌসুম মোটামুটি সফল হলেও চলতি আমন মৌসুম কোনোভাবেই সফল হবে না বলে এই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল

১১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ