নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন- নোয়াব সভাপতি

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন বলে জানিয়েছেন, নোয়াব সভাপতি এ কে আজাদ। পদ্মা সেতুর
নওগাঁ জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত দু’জনই নওগাঁ সদর উপজেলার। জেলায় এ নিয়ে মোট মৃত্যের সংখ্যা দাঁড়ালো ২৪ জন। ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় ৬ ব্যক্তির শরীরে করোনা ভারিাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৪ জন এবং নিয়ামতপুর উপজেলার ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩শ ৮৬ জন।
এ সময় নতন করে মাত্র ১ ব্যক্তিকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৭শ ৫৪ জন। এ সময় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১ জনকে। সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ হাজার ৪শ ৫৪ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৩শ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।