Inqilab Logo

ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭, ১৯ রবিউস সানি ১৪৪২ হিজরী

ছেলেকে সঙ্গীত জগতে আনতে আগ্রহি নন সোনু নিগম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

আরও নয় বছর আগে বলিউডের গায়ক সোনু নিগমের ছেলে নিবান ধানুশের সুপারহিট ‘কোলাভেরি’ গেয়ে সারা দুনিয়াকে চমকে দিয়েছিল। তখনই সে প্রমাণ করেছিল সঙ্গীত তার ধমনিতে বইছে। কিন্তু সোনু চান না তার ছেলে সঙ্গীত জগতে আসুক, অন্তত ভারতে তো নয়ই।সোনু সম্প্রতি তার নিজের মিউজিক লেবেল ‘আই বিলিভ মিউজিক’-এর কাজ শুরু করেছন। চেলে নিবানকে ‘বর্ন সিঙার’ হিসেবে উলে­খ করে সোনু বলেন, “সত্যি বলতে আমি চাই না সে গায়ক হোক, অন্তত ভারতে নয়। যা হোক, সে এখন ভারতে বাস করে না, দুবাইতে থাকে। আমি তাকে ভারত থেকে বাইরে পাঠিয়ে দিয়েছি। সে জন্মগত গায়ক, তবে তার অণ্য বিষয়ে আগ্রহ আছে। সোনু জানান তার ছেলে আরব আমিরাতে শীর্ষ গেমার। তিনি বলেন, “সে ‘ফর্টনাইট’ গেমে দ্বিতীয়, আর আমিরাতে প্রথম। সে প্রতিভাবান, অনেক গুন আছে তার। সে কী করবে সে বিষয়ে আমি তাকে জোর করতে চাকই না। দেখি সে কি করতে চায়।” এর আগে শিল্পীদের প্রতি আচরণের জন্য সোনু নিগম ভারতীয় সঙ্গীত জগতকে মাফিয়ার সঙ্গে তুলনা করেছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনু-নিগম
আরও পড়ুন