Inqilab Logo

ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭, ১৯ রবিউস সানি ১৪৪২ হিজরী

অমিতাভ বচ্চনের চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন জিৎ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২০, ৮:৪০ পিএম

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সাধারণ দর্শক কিংবা তারকা সবার কাছেই সেরা তিনি। বচ্চনের অনেক বড় ভক্ত টলিউড সুপারস্টার জিৎ। একথা অনেকবার প্রকাশ্যে স্বীকারও করেছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বচ্চনের কাছ থেকে পাওয়া একটি পুরনো চিঠিও শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা।

এখন অনেকের প্রশ্ন, কী আছে সেই চিঠিতে? আসলে এটি সাম্প্রতিক কোনও চিঠি নয়। ১৯৯৬ সালে অমিতাভ বচ্চনের কোম্পানি এবিসিএল- (amitabh bachchan corporation limited) এর তরফ থেকে এই চিঠি জিতের কাছে এসেছিল। সেসময় জিৎ তখনও অভিনেতা হিসাবে সুপরিচিত হননি।

অমিতাভ বচ্চনের কোম্পানি এবিসিএল এর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে নিজের নাম নথিভুক্ত করেন জিৎ, নির্বাচিতও হয়ে যান। প্রথম ইন্টারভিউ বা অডিশনের জন্য তাঁর কাছে ABCL-এর তরফে যে চিঠিটি এসেছিল, সেটিই শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেতা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন