তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলেনি ৩ দিন

পদ্মায় পানি বেড়ে যাওয়ায় এবং স্রোতের তীব্রতায় গত বৃহস্পতিবার সকাল থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁন ইউনিয়নে বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে গতকাল শুক্রবার সকালে কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় রাজারহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলীসহ ২০ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা ও এলাকার ভুক্তভোগী জনতার ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইফুল ইসলাম। লিখিত বক্তব্যে দাবি করা হয়, সম্প্রতি কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শাহ আলম খন্দকার মুক্তিযোদ্ধা দাবি করে বিরোধপূর্ণ জমি নিজের বলে দাবি করে-যে বক্তব্য উপস্থাপন করেন, তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে শাহ আলম খন্দকারের পরিবার মামলাবাজ, দাঙ্গাবাজ ও ভূমিদস্যু। তাদের পরিবারের অধিকাংশের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র আইনে মামলা রয়েছে। তারা এলাকার নিরিহ মানুষকে টার্গেট করে বিভিন্নভাবে ফাঁসিয়ে জমি দখল করেন। ভুমি দস্যু এই পরিবারটি আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত ২ একর ৭০ শতক জমি জবরদখল করার চেষ্টা করছেন। এ নিয়ে কুড়িগ্রাম জজ আদালতে একাধিক মামলা বিচারাধীন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তারা। এছাড়াও তার বড় মেয়ে জামাই আব্দুল খালেককে দিয়ে আমাদের উপর কয়েকবার হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।